প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সকলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচন আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনই বাংলাদেশকে প্রকৃত গণতন্ত্রের পথে এগিয়ে নেবে। তাই আমরা যদি এই চ্যালেঞ্জে ব্যর্থ হই, তাহলে তার মূল্য পুরো জাতিকে দিতে হবে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এএমএম নাসির উদ্দিন বলেন, অনেক প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকবে। তবুও আমাদেরকে একটি সঠিক ও সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ প্রমুখ।

Share.
Leave A Reply

Exit mobile version