গাজায় চলমান সংঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, দক্ষিণ গাজায় সংঘর্ষ চলাকালে তিনি আহত হন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৮৬৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আকস্মিকভাবে ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে হামলা চালায়। এর জবাবে গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২১৯ জন, আহত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৪৫ জন।
অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে আরও ১০ জন ফিলিস্তিনি অনাহারে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

২০২৩ সালের অক্টোবর থেকে চলতি সময় পর্যন্ত অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে, যার বেশিরভাগই ঘটেছে গত কয়েক সপ্তাহে।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, এই বছর এখন পর্যন্ত পাঁচ বছরের কম বয়সী ২১ জন শিশু অপুষ্টিতে মারা গেছে। মার্চ থেকে মে—এই প্রায় ৮০ দিনের মধ্যে তারা কোনো খাবার সরবরাহ করতে পারেনি বলেও জানায় সংস্থাটি।

মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আযম বলেন, “অনাহার এখন বোমার মতোই ভয়ংকর হয়ে উঠেছে। পরিবারগুলো পর্যাপ্ত খাবারও চাইছে না, শুধু সামান্য কিছু খাওয়ার ব্যবস্থা চাইছে।”

Share.
Leave A Reply

Exit mobile version