চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে চাঁদাবাজি, সন্ত্রাস ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’—এই স্লোগানে মুখর হয়ে ওঠে নগরের রাস্তাঘাট।
বুধবার (২৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্রশিবির এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি কাপাসগোলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অলিখাঁ মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল। সঞ্চালনায় ছিলেন মহানগর উত্তর সেক্রেটারি মুমিনুল হক মুমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রনি।
তানজীর হোসেন জুয়েল বলেন, “যারা এক সময় আমাদের বাংলা ছাড়া করতে চেয়েছিল, আজ তারাই বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে বসে আছে। ছাত্রদলের মতো সংগঠন এখন সেই পুরনো ফ্যাসিবাদী স্লোগান ব্যবহার করে নিজেদের আসল চেহারা দেখাচ্ছে। ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা তুলে দেশকে অস্থির করে তুলেছে তারা।”
তিনি আরও বলেন, “নৈরাজ্য ও সহিংসতা বন্ধ না হলে ছাত্রলীগ-আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে।”
দক্ষিণ মহানগরের সভাপতি রনি বলেন, “জুলাই বিপ্লব শুধু ৩৬ দিনের ঘটনা নয়, বরং গত ১৭ বছরের জুলুম, টেন্ডারবাজি ও ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে একটি আত্মপ্রকাশ। বীর চট্টলায় ইসলামী আন্দোলনের শিকড় অনেক গভীরে। শিবিরকে টার্গেট করলে সে ফল ভয়াবহ হবে।”
সমাবেশে চাঁদাবাজি রুখতে ছাত্র, ব্যবসায়ী ও সাধারণ জনগণের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এতে আরও উপস্থিত ছিলেন—উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরফাত হোসেন ও প্রচার সম্পাদক সিরাজী মানিক।
নেতাকর্মীরা এ সময় আরও কিছু স্লোগান দেন— “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”. “চাঁদাবাজের ঠিকানা, বীর চট্টলায় হবে না”, “আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই”