বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরে আসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এর তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয় এবং এরপর তিনি বাসায় ফিরে আসেন।

দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া লিভার, কিডনি ও হার্ট-সংক্রান্ত জটিল সমস্যায় ভুগছেন। এর আগেও একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। চলতি বছর লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফিরে এসে তিনি রাজধানীতে অবস্থান করছেন এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলের চেয়ারপারসনের স্বাস্থ্যের সার্বিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে নিয়মিত পর্যবেক্ষণ জরুরি।

Share.
Leave A Reply

Exit mobile version