ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে লড়াই এখনো চলছে এবং সেটি শেষ হয়নি।”
মঙ্গলবার (২২ জুলাই) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে গাজা উপত্যকার যুদ্ধকে অন্যতম জটিল ও কঠিন বলে উল্লেখ করেছেন জামির।
এক সামরিক মূল্যায়ন সভায় তিনি বলেন, “ইরান ও তার মিত্ররা এখনো আমাদের লক্ষ্যবস্তু। ইরানের বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি।”
এই বৈঠকের বিবৃতি প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। জামির জানান, সেনাদের তিনি নির্দেশ দিয়েছেন— “বৃহৎ ও বিস্তৃত পরিসরের অভিযানের জন্য প্রস্তুত থাকতে”, বিশেষ করে যেসব এলাকায় ইসরায়েল বিমান ও স্থল অভিযান চালায়।
তিনি আরও বলেন, “সিরিয়া ও হিজবুল্লাহ যেন কৌশলগত শক্তি অর্জন করতে না পারে, সে লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাব। নিজেদের কর্মকাণ্ড পরিচালনার স্বাধীনতাও বজায় থাকবে। একইসঙ্গে জুডিয়া ও সামারিয়া (ওয়েস্ট ব্যাংক) অঞ্চলেও সক্রিয় থাকব।”
গাজার যুদ্ধ নিয়ে সেনাপ্রধান বলেন, “এটি আমাদের ইতিহাসের অন্যতম জটিল ও কঠিন যুদ্ধ। এতে আমাদের চড়া মূল্য দিতে হচ্ছে, তবে আমরা থামব না— যতক্ষণ না জিম্মিদের মুক্তি ও হামাস ধ্বংস করা সম্ভব হয়।”
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত হয়েছেন ৫৯ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এ যুদ্ধে গাজার স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, তৈরি হয়েছে ভয়াবহ খাদ্য সংকট। পুরো অঞ্চলটি আজ বসবাসের অযোগ্য হয়ে উঠেছে।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।