জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইশরাক হোসেনের সাম্প্রতিক বক্তব্যে রাজনৈতিক পরিপক্বতার ছাপ দেখা যায়নি। তিনি মন্তব্য করেন, “ইশরাক ভাই আবেগপ্রবণ হয়ে এমন কিছু কথা বলেছেন, যা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে কখনোই প্রত্যাশিত নয়। বরং তার কথাবার্তায় আমরা ফ্যাসিস্টদের চরিত্রের ছায়া খুঁজে পাই।”
সোমবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সারজিস আরও বলেন, “এক ঘণ্টার মধ্যে সরকার পতনের মতো বক্তব্য শুধু অবিবেচক নয়, ভয়ঙ্করও। কেউ যদি এমন অনাকাঙ্ক্ষিত বক্তব্য দেন, আমরা নিজেদের অবস্থান থেকে প্রতিহত করবো।”
তিনি জানান, “বাংলাদেশের রাজনীতিতে সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনতে হলে সবাইকে দায়িত্ব নিতে হবে। বিএনপির মুখপাত্র ইশরাক হোসেন যেভাবে উগ্র ভাষায় লোক মারার কথা বলেছেন, সেটি খুবই দুর্ভাগ্যজনক। এমন শব্দচয়ন নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়েও নিচু মানের।”
এনসিপি নেতার মতে, রাজনৈতিক মহলে একে অন্যের প্রতি সম্মানজনক সম্পর্ক থাকা উচিত। বড় দলগুলোর দায়িত্ব সবচেয়ে বেশি। শুধু বক্তব্য দিলেই চলবে না, কাজেও তা প্রমাণ করতে হবে।
তিনি অভিযোগ করেন, “কক্সবাজারে আমাদের মঞ্চে আগুন দেওয়া হয়েছে, ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে, একজন ‘জুলাইযোদ্ধা’ রক্তাক্ত হয়েছেন। আবার ফেনীতে ছাত্রদলের এক নেতা বলেছেন, এনসিপিকে ঢুকতে দেওয়া হবে না। এই কালচার তো আওয়ামী লীগের তৈরি।”
তিনি বলেন, “আমরা চাই নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক। তার জন্য যদি রক্ত দিতে হয়, দিতেও রাজি আছি। কিন্তু এই সংগ্রামে বিন্দুমাত্র ছাড় নেই।”
আওয়ামী লীগের হরতাল প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ এখন এক নিষিদ্ধ দলের মতো। তাদের হরতাল জনগণের কাছে মূল্যহীন। তারা যেটুকু করছে, সেটা শুধু চোরাগোপ্তা ও সন্ত্রাসী কার্যক্রম। আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।”