প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবজাতি ও মায়েদের জন্য ‘কলঙ্ক’ আখ্যা দিয়ে তার বিচার ও অনুতাপহীন শাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২০ জুলাই) রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক; মায়েদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা।”

‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা, সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার।

মির্জা ফখরুল বলেন, “শহীদের এক মায়ের কান্না আজ পুরো জাতিকে নাড়া দিয়েছে। সেই মা বলেন—‘আমার স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে, পরিবারকে নিয়ে। সেই ছেলেটাকেই কেড়ে নেয়া হয়েছে। তাকে গুলি করে মেরে, ভ্যানে তুলে, মরদেহসহ পুড়িয়ে ফেলা হয়েছে।’”

তিনি প্রশ্ন তোলেন, “একটা স্বাধীন দেশের পুলিশ—যারা আমাদের ট্যাক্সের টাকায় বেতন নেয়, তারাই আজ আমাদের সন্তানদের পুড়িয়ে মারছে! এটা কতটা নির্মম, কতটা পাশবিক আচরণ?”

এই নৃশংসতার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, “আমাদের প্রথম কাজ হবে এই অপরাধীদের বিচারের মুখোমুখি করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা। এটা না হলে জাতি আমাদের ক্ষমা করবে না।”

তিনি জানান, আহত ও শহীদ পরিবারদের জন্য বিএনপি একটি বিশেষ ফান্ড গঠনের উদ্যোগ নিচ্ছে। “আজই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব—দলের পক্ষ থেকে একটি ফান্ড করা হোক, যাতে এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো যায়। আমরা বিএনপি পরিবার ইতোমধ্যে এদের সহযোগিতা শুরু করেছে।”

Share.
Leave A Reply

Exit mobile version