বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বকেই বিশ্বাস করে না। তিনি বলেন, “তারা শুধু দেশকে শাসন ও শোষণ করতে চায়, কিন্তু বাংলাদেশের স্বাধীন সত্তাকে মানে না।”

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে ‘জুলাই অভ্যুত্থান ও রাজনীতিতে গুজব’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, “৫ আগস্টের আগ পর্যন্ত আমরা একতাবদ্ধ ছিলাম। এরপর সবাই বিচ্ছিন্ন হয়ে গেলাম। গণতান্ত্রিক রাজনীতির যে বেদনার ইতিহাস, তা ভুলে গেছি। এখন গণতান্ত্রিক শক্তিগুলো বিভক্ত হয়ে গেছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এখনো নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হয়নি। শুধু শোনা যাচ্ছে ‘হবে হবে’ ভাব। নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা কোনো নির্দেশনা দিয়েছেন বলেও জানা নেই। অথচ এই পরিস্থিতিতেই সবাই ‘পিআর পিআর’ করে চিল্লাচ্ছে।”

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও প্রপারশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়েও সংশয় প্রকাশ করেন বিএনপির এই নেতা। বলেন, “আমরা এখনও ভোটারদের ইভিএমে সঠিকভাবে ভোট দিতে শেখাতে পারিনি, অথচ এখন পিআর নিয়ে আলোচনা হচ্ছে। পিআর মানে যার যার ভাগ ঠিক করা—কিন্তু গণতন্ত্র, স্থিতিশীলতা, সরকার গঠনের সক্ষমতা—এসব নিয়ে কোনো চিন্তা নেই।”

ভারতে গুম থাকার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, “জুলাই অভ্যুত্থান না হলে আমি হয়তো ভারতেই মারা যেতাম। যারা গুম নিয়ে প্রশ্ন তোলে, তারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে অবমাননা করে। আর যারা গুজব ছড়ায়, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা করে। তাদের জন্য আমার কোনো পরামর্শ নেই।”

সবশেষে সালাহউদ্দিন আহমেদ দেশের রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর জাতীয় স্বার্থে এক হওয়ার আহ্বান জানান।

Share.
Leave A Reply

Exit mobile version