বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সময় যত গড়াচ্ছে, পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্র ও এর অগ্রযাত্রায় আস্থা রাখে না, তারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। ফ্যাসিস্ট শক্তিগুলো নতুন করে একত্রিত হচ্ছে।

শনিবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। অনতিবিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার আহ্বান জানাচ্ছি। এই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের।

তিনি বলেন, এই সুযোগ হারালে দেশ অনেক বছর পিছিয়ে যাবে। বারবার আন্দোলনে ছেলেরা জীবন দিচ্ছে—তাই এবার কোনোভাবেই সুযোগ হাতছাড়া করা চলবে না। রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে, তারা সবাই দেশকে ভালোবাসে।

মির্জা ফখরুল বলেন, সরকারের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের উচিত এমন একটি সমঝোতা তৈরি করা, যা সব দলের কাছে গ্রহণযোগ্য হবে। যেন সবাই একসঙ্গে সেই সমঝোতার ভিত্তিতে দেশ গঠনের পথে এগিয়ে যেতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version