রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে ঘটে যায় এক আবেগঘন মুহূর্ত। দলের আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে এই ঘটনাটি। তিনি পড়ে যাওয়ার পর আশপাশে থাকা নেতাকর্মীরা দৌড়ে গিয়ে তাকে উঠিয়ে দেন। কিছুক্ষণ পর সামান্য বিশ্রাম নিয়ে ফের বক্তব্য শুরু করেন তিনি।
কিন্তু shortly afterward, আবারও দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান ডা. শফিক। সঙ্গে সঙ্গে জামায়াতের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং স্বেচ্ছাসেবকরাও সক্রিয় হয়ে উঠেন। পরে তিনি বসে থেকে বক্তব্য চালিয়ে যান।
সেসময় তিনি বলেন,
“আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন, ততদিন এই লড়াই চলবে, ইনশাআল্লাহ। মুক্তি না আসা পর্যন্ত আমরা থামবো না। যদি সেবা করার সুযোগ পাই, আমি মালিক হব না, সেবক হব।”
তিনি আরও বলেন, “আমাদের এমপি-মন্ত্রী কেউ সরকার থেকে প্লট নেবে না, শুল্কমুক্ত গাড়িতে চলবে না, কোনো দুর্নীতিও করবে না।”
দুর্নীতিবিরোধী বার্তা দিয়ে তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, “চাঁদা আমরা নেব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না। বন্ধুগণ, তোমাদের সঙ্গে আমরা আছি। আমি এখানে জামায়াতের আমির হিসেবে নয়, ১৮ কোটি মানুষের একজন হিসেবে কথা বলতে এসেছি।”