রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির ২১ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং ভবনের ভেতরে কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ১০টা ৫১ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে একে একে আরও ৪টি ইউনিট যোগ দেয়। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখন পর্যন্ত জানা যায়নি। গোটা ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়। রাতে সেখানে কোনো লোক থাকার কথা নয়। ওপর থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও আগুনের শিখা দেখা যাচ্ছে না।

Share.
Leave A Reply

Exit mobile version