বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যোগ হলো আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠ এবং বিদেশ মিলিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। এই ঐতিহাসিক জয়ের মাহেন্দ্রক্ষণে শহীদদের স্মরণ করেছেন অধিনায়ক লিটন দাস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, “এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, আমরা এই সিরিজ জয়টি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি উৎসর্গ করতে চাই।” তার এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সিরিজ জয়ের পর লিটনের কণ্ঠে ছিল আনন্দের ছাপ। তিনি বলেন, “যেকোনো সিরিজ জয় অধিনায়কের জন্য আনন্দের। আমি মনে করি, আপনারাও খুশি। দেশের ক্রিকেটপ্রেমী মানুষও খুশি হবেন যে আমরা শ্রীলঙ্কার মাঠে সিরিজ জিততে পেরেছি। অনেক খুশি আমি।”

২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্যের সঙ্গে এবারকার সিরিজ জয়কেও সমান গুরুত্ব দিয়েছেন লিটন। তাঁর ভাষায়, “দুইটা সিরিজই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারানো যেমন চ্যালেঞ্জ ছিল, তেমনি শ্রীলঙ্কাও একটি ব্যালেন্সড দল। দুটি জয়ই ঐতিহাসিক।”

এর আগে দ্বিতীয় ওয়ানডে জিতে ওয়ানডে সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি করলেও সেটি বাস্তবায়ন করতে পারেনি টাইগাররা। কিন্তু টি-টোয়েন্টিতে শেষ দুটি ম্যাচ জিতে ইতিহাস গড়েছে লিটন বাহিনী।

শেষ ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ১৩২ রান, ২০ ওভারে ৭ উইকেটে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন পাথুম নিশাঙ্কা। বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন শেখ মেহেদি, নেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তানজিদ হাসান তামিম, মাত্র ৪৭ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলে।

এই জয়ের মাধ্যমে শুধু সিরিজই নয়, টাইগাররা ছুঁয়েছে নতুন উচ্চতা—এবং সেটি উৎসর্গ করা হলো জাতির সাহসী শহীদদের স্মৃতির উদ্দেশ্যে।

Share.
Leave A Reply

Exit mobile version