গোপালগঞ্জে কারফিউ জারির কারণে আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত শুধুমাত্র গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। অন্যান্য জেলার পরীক্ষার্থীদের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামীকাল সকালে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। বিকেলে অন্যান্য কিছু বিষয়ের পরীক্ষা থাকলেও গোপালগঞ্জে ওই সময় কোনো পরীক্ষা ছিল না। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জে স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে হামলা ও সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ অন্তত ১৫ জনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

Share.
Leave A Reply

Exit mobile version