গোপালগঞ্জ যেন ‘মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র’ না হয়ে ওঠে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “যারা গণঅভ্যুত্থানের পক্ষে ও নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তাদের দায়িত্ব নিতে হবে। গোপালগঞ্জ, পুলিশ প্রশাসন কিংবা পুরো দেশের রক্ষা—সব আমাদের কাঁধে নিতে হবে যদি প্রশাসন ব্যর্থ হয়।”

বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে এনসিপির পদযাত্রা কর্মসূচির সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “যদি আজকে বাধা না আসত, তবে গোপালগঞ্জের সাধারণ মানুষ ভিড়ে উপচে পড়ত সমাবেশে। আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি—এসেছি শান্তির বার্তা ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে।”

তিনি আরও বলেন, “আপনারা যারা দূরে দাঁড়িয়ে আছেন, শুনুন—আমরা এসেছি গোপালগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে। শান্তি ও দেশের পুনর্গঠনের ডাক নিয়ে এই পদযাত্রায় আমরা অংশ নিয়েছি।”

মুজিববাদীদের প্রতি ইঙ্গিত করে এনসিপি আহ্বায়ক বলেন, “আজকে আবারও বাধা এসেছে। আমরা জুলাই অভ্যুত্থানের সময় বলেছিলাম, ‘বাধা দিলে বাধবে লড়াই।’ সেই লড়াইয়ে এবার আমরা জিতব, এর জবাব দেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version