এখন থেকে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় মাল্টিপল অ্যান্ট্রি ভিসা সুবিধা পাবেন। এ বিষয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল অ্যান্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপু‌রের বাংলা‌দেশ হাইক‌মিশন এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশ‌নের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল অ্যান্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version