ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আরও ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১২১ টাকা ৫০ পয়সা দরে আরও ৩১ কোটি ৩ লাখ ডলার কেনার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কিনবে নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে গত রোববার ১৭০ কোটি ডলার বাজার থেকে তুলে নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তারা বলছে, রপ্তানিকারক ও প্রবাসীদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত।

Share.
Leave A Reply

Exit mobile version