দু’একটি ইসলামী দল এখন বিএনপি ও তারেক রহমানকে নিশানা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে—এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ দুপুরে কুড়িগ্রাম ঈদগাহ মাঠে বিএনপি পরিবারের আয়োজনে ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া কুড়িগ্রামের ১০টি পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে’ এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “আপনারা দু’একটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতির সুযোগ পেয়েছেন। অথচ এখন সেই দলগুলোই বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করছে। বুক-পিঠ বলতে আপনাদের কিছু নেই। সুবিধাবাদী রাজনীতি করেন, একসময় এরশাদের কাছে গেছেন, এখন আছেন শেখ হাসিনার সঙ্গে।”

তিনি আরও বলেন, “বিএনপি কিন্তু কখনও এই পথে হাঁটেনি। দেশনেত্রী খালেদা জিয়া আজও বলেন—জনগণের সঙ্গে যে ওয়াদা তিনি করেছেন, তা থেকে সরবেন না।”

রিজভী দাবি করেন, ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। “আইনের শাসন, ন্যায়বিচার, ও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সংগ্রাম করছি। ১৬ বছর ধরে ভোটাররা ভোট দিতে পারছে না। তাহলে এই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?”—জানান তিনি।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ও সাইফুর রহমান রানা প্রমুখ।

Share.
Leave A Reply

Exit mobile version