জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না—এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

একইসঙ্গে, আন্দোলনে শহীদদের একটি নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তা গেজেট আকারে প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না—সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে রুলে।

এছাড়া, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণা কেন করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

পলিটিক্স/মি

Share.
Leave A Reply

Exit mobile version