হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
গত রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান শুনানি শেষে ১০ হাজার টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

এদিন অপু বিশ্বাস মুখে মাস্ক ও গায়ে বোরকা পরে আদালতে হাজির হন, যা অনেকের নজর কাড়ে। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, “আদালতে কোনো তারকা গেলে সাধারণ মানুষের ভিড় বেড়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই আমি ইচ্ছাকৃতভাবেই বোরকা পরে গিয়েছিলাম।”

তিনি আরও বলেন, “আদালত প্রাঙ্গণে আগে থেকেই মানুষের ভিড় থাকে। তারকাদের দেখলে কৌতূহলী মানুষ জড়ো হন। আমি চেয়েছি যেন অপ্রয়োজনীয় ভিড় বা বিশৃঙ্খলা না হয়।”

অপু বিশ্বাস জানান, শুরুতে কেউ তাকে চিনতে পারেননি, ফলে কাজ দ্রুত শেষ করতে পেরেছেন। পরে কেউ কেউ চিনলেও ততক্ষণে তার জরুরি কাজ শেষ হয়ে গিয়েছিল।

তিনি যোগ করেন, “শুধু আদালতেই নয়, প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার সময়ও আমি বোরকা পরি, আশপাশের পরিবেশ বুঝে।”

তাঁর ভাষায়, “অভিনয় করতে গিয়ে অনেক কিছু করতে হয়েছে। তবে রাজনীতি বা বিতর্কের সঙ্গে আমি নেই।”

এই মন্তব্যে অপু বিশ্বাস বোঝাতে চেয়েছেন যে, তার আদালত যাত্রা নিয়ে যেকোনো ধরনের গুঞ্জন ভিত্তিহীন।

Share.
Leave A Reply

Exit mobile version