চালের বাজারে অস্থিরতার মধ্যে করপোরেট খাতকে ‘মিনিকেট’ নামে চাল বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আগামী ৩০ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

রোববার (১৩ জুলাই) কারওয়ানবাজারে মতিবিনিময় সভায় সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ধানের জাত নেই; অথচ মিনিকেট চালে সয়লাব বাজার। মূলত মোটা চাল ছাঁটাই ও পলিশ করে মিনিকেট নামে বাজারজাত করা হচ্ছে। ৮৫ টাকা কেজি দরে এই চাল কিনে ঠকছেন ভোক্তা।এই পরিস্থিতিতে ‘মিনিকেট’ নামে চাল বাজারজাত করাকে প্রতারণা হিসেবে উল্লেখ করে তা বন্ধে একাধিকবার উদ্যোগ নেয় সরকার। তবে এসব উদ্যোগ কার্যকর হয়নি। এমন প্রেক্ষাপটে মিনিকেট চাল নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ভোক্তার ডিজি বলেন, মিনিকেট বাজারজাত বন্ধ করতে হবে। ৩০ দিনের মধ্যে কার্যকর না করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সরকারি সিদ্ধান্ত মেনে ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করার প্রতিশ্রুতি দেয় করপোরেট প্রতিষ্ঠানগুলো। তবে এক্ষেত্রে কৃষক ও মিল পর্যায়ে ধানের জাতের সত্যতা নিশ্চিত করার দাবি জানান তারা।

Share.
Leave A Reply

Exit mobile version