মিয়ানমারের পূর্বাঞ্চলে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা-আই) এর চারটি ঘাঁটিতে ড্রোন হামলার অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। রোববার ভোরে চালানো এই অভিযানে অন্তত ১৯ জন উলফা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। এছাড়া আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন।
সংগঠনটির দাবি, শতাধিক ড্রোন ব্যবহার করে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ হামলায় নিহতদের মধ্যে অন্যতম শীর্ষ সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসমও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভি জানিয়েছে, আসামে নিষিদ্ধঘোষিত এই সংগঠনের ক্যাম্পগুলো বহুদিন ধরেই মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় ছিল। উলফা-আই এই অভিযানে বড় ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে তারা।
তবে ভারতীয় সেনাবাহিনী মিয়ানমারে কোনো ধরনের সামরিক অভিযানের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন, এ ধরনের অভিযানের কোনো তথ্য সেনাবাহিনীর কাছে নেই।
এদিকে, এই হামলায় মণিপুরভিত্তিক বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ও তাদের রাজনৈতিক শাখা রেভল্যুশনারি পিপলস ফ্রন্ট (আরপিএফ)-এর সদস্যরাও হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তপারের এমন অভিযানের অভিযোগ দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে। যদিও ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।