জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। সমালোচনা হোক তথ্য ও যুক্তির আলোকে—এটাই হওয়া উচিত সভ্য সমাজের মানদণ্ড।

রোববার (১৩ জুলাই) তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

পোস্টে ডা. শফিক বলেন, “সম্প্রতি আমাদের সমাজজীবনে অনেক বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এই সংকটগুলো নিরসনে কেবল একটি পক্ষ নয়, বরং সরকার, রাজনৈতিক দল ও সমাজের প্রতিটি শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “এই স্পর্শকাতর সময়ে আমাদের জাতীয় ঐক্যের ন্যূনতম ভিত্তিটুকু গড়ে তোলা প্রয়োজন। মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই একটি নাগরিক অধিকার, তবে সেই স্বাধীনতা যেন শালীন ও দায়িত্বশীল প্রতিবাদের মাধ্যমে ব্যবহার করা হয়।”

চরিত্রহননের প্রবণতাকে ‘সমাজে বিশৃঙ্খলা ও বিভেদ তৈরি করার বীজ’ আখ্যা দিয়ে তিনি সতর্ক করেন, “এ ধরনের আচরণ কেবল অশান্তি ছড়ায়, তাই আমাদের উচিত সংযত, সচেতন ও দায়িত্বশীল থাকা।”

ডা. শফিকুর রহমানের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন—বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এমন সুস্পষ্ট বক্তব্য সময়োপযোগী।

Share.
Leave A Reply

Exit mobile version