জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। রবিবার (২৮ ডিসেম্বর) এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চূড়ান্তভাবে এনসিপি জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে। আগামীকাল রবিবার ঘোষণা দেওয়া হবে।

এদিকে এনসিপি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version