শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডাকা সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা না এসে একজন অতিরিক্ত আইজিপি ব্রিফিং দেওয়ায় ঘটনাটিকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনটির মতে, সংবাদ সম্মেলনে প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশানুরূপ জবাব দিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে, আজকের সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের বক্তব্যও ইনকিলাব মঞ্চ প্রত্যাখ্যান করেছে।

আজ রবিবার রাতে সংবাদমাদ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে শহীদ ওসমান হাদির সংগঠনটি।

একইসঙ্গে জরুরি সংবাদ সম্মেলনের ডাকও দেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে।

আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টায় শহীদ হাদি চত্বরে (শাহবাগ) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply

Exit mobile version