ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার ঘটনায় আওয়ামী লীগের উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট দিয়েছেন ঢাকা–৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “দেখ, গর্তের ভেতর থেকে তোরা দেখ। হাদির জন্মই হয়েছিল দেশপ্রেমে বলীয়ান হয়ে লড়াই করতে করতে শহীদ হওয়ার জন্য।”

তিনি আরও উল্লেখ করেছেন, “লক্ষ-কোটি মানুষ শহীদ হাদির জন্য মোনাজাতে হাত তুলবে এবং তার জান্নাত কামনা করবে। শহীদরা কখনও মারা যায় না—তারা নিঃসন্দেহে চিরঅমর হয়ে থাকেন।”

ইশরাক আরও লিখেছেন, হাদির জীবনের বিনিময়ে আমাদের ভবিষ্যৎ ইনশাআল্লাহ অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে একটি স্পষ্ট পথে এগিয়ে যাবে। এর অর্থ হলো, আওয়ামী লীগ বাস্তবে বহু আগেই একটি রাজনৈতিক দল হিসেবে তার বৈশিষ্ট্য হারিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে—যাদের নৃশংসতার কোনো সীমা নেই। 

‘আওয়ামী লীগ একটি ক্যান্সারে পরিণত হয়েছে। হাদির শুটার, সহযোগিতাকারী এবং অডিওতে যারা বাহাদুরি দেখিয়েছে— গর্তে লুকিয়ে থাকা সেই পলাতক সঙ্গপাঙ্গদের উদ্দেশ্যে বলছি, এখন থেকে তোদের খোঁজ নেওয়া হবে। তোরা যে দেশেই পালিয়ে থাকিস না কেন, মনে করিস না ধরা ছোয়ার বাইরে। ওই দেশে গিয়ে হাদির হত্যার বদলা নিয়ে, ন‍্যয়বিচার নিশ্চিত করা হবে।’ 

বিএনপির এই নেতা আরও বলেন, বিদেশি আগ্রাসন রোধ করতে বাংলাদেশ রাষ্ট্র আগামীতে সেই সক্ষমতা অর্জন করবে ইনশাআল্লাহ।

Share.
Leave A Reply

Exit mobile version