বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ওসমান হাদির হত্যাকাণ্ড গোটা জাতির অনুভূতিকে শোকাহত করেছে। হাদির মরদেহকে শ্রদ্ধা জানাতে বিএনপি অংশগ্রহণ করবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের ভেতরে ও বাইরে সক্রিয় পতিত ফ্যাসিবাদী শক্তি গণতান্ত্রিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সারাদেশে বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তিকে হামলার পেছনে সুগভীর চক্রান্ত আছে। এরপরেও সঠিক সময়ে নির্বাচন হবে। কারা ওসমান হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তা দেশের জনগণ চিহ্নিত করেছে বলেও জানান তিনি।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিএনপি প্রস্তুত। দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version