দুর্নীতি বন্ধ না হলে রাষ্ট্র কাঠামো দুর্বলই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে পেশাজীবী পরিষদের আয়োজনে ‘আসন্ন সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশের প্রধান লক্ষ্য হওয়া উচিত একটি দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। তিনি আরও বলেন, দুর্নীতি ও অনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ না করলে রাষ্ট্রের কাঠামো দুর্বলই থাকবে, তাই দুর্নীতির লাগাম টেনে ধরাই সময়ের দাবি।

তিনি বলেন, শক্তিশালী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং অনিয়ম ও অনায্য সুবিধা গ্রহণের সংস্কৃতির লাগাম টানতে হবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যেন একটি ভালো শুরু করতে পারি— সেই লক্ষ্যেই আগামী নির্বাচনকে গুরুত্ব দিতে হবে। যারা নির্বাচনে জয়ী হবে, তাদের প্রথম দায়িত্ব হবে রুল অব ল নিশ্চিত করা। 

তিনি বলেন, সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। সব সময় জনপ্রিয় সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত হবে তা নয়। এ কারণে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।

রাজনীতিতে জনগণের সঙ্গে সরাসরি সংযোগের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে রাজনীতি করলে জনগণের প্রকৃত সমস্যা বোঝা যায় না। যানজট, দ্রব্যমূল্য, কর্মসংস্থান— এই সমস্যাগুলোকে মানুষ যেন স্বাভাবিক বলে মেনে না নেয়, সেজন্য আমাদের ভাবতে হবে। পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version