নির্বাচনী আচরণ বিধি মেনে ঢাকা আলিয়া মাদরাসা মাঠে শুক্রবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন থাকা সত্ত্বেও দলের আমিরের সিদ্ধান্ত অনুযায়ী এটি বাতিল করা হয়েছে।

তবে সকাল থেকেই পুরান ঢাকার আলিয়া মাদরাসা মাঠে সমাবেশকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশ স্থগিত হওয়ার খবর পেয়ে তারা বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা রেখে দলের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন।

অন্যদিকে নির্বাচনি আচরণবিধি মেনে ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য দেশের সবপর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই নির্দেশনা দেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন, গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য দেশের সবপর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply

Exit mobile version