গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “একটি মহল দেশে এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র শুরু করেছে। তারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য নতুনভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে কেউ বাধা দিতে পারবে না।”

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মানদিয়া বাজারে পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মামলা করে বা অন্য কোনো উপায়ে নির্বাচন স্থগিত করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। আমরা বিশ্বাস করি, নির্বাচনের সার্বিক পরিবেশ এই সরকার নিশ্চিত করবে।’

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন, ‘আমরা প্রেসসচিবের এমন বক্তব্যের ধিক্কার জানাই।

আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালন করছেন। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করছেন না। আপনারা ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসরদের ব্যাপারে নমনীয়তা দেখাচ্ছেন। জনগণ আপনাদের এই ধরণের অবস্থান মেনে নেব না।আমরা বসে থাকব না।’

তিনি আরো বলেন, ‘আপনারা আওয়ামী লীগের বিচার শুরু করেছেন। কিন্তু কেন আপনারা জাতীয় পার্টির বিচার শুরু করেননি? ট্রাইব্যুনালে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার হতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের যারা অন্যায়-অপরাধ করেছে, তাদের বিচার হতে হবে। ব্যক্তির বিচার হতে হবে, দলের বিচার হতে হবে।

আওয়ামী লীগের যেসব পদধারী নেতা ২৪-এর ডামি নির্বাচনে অংশ নিয়েছে, আগামী নির্বাচনে তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। এর আগে বিকাল ৪টায় হরিণাকুণ্ডু উপজেলার মানদিয়া বাজারে পথসভার আয়োজন করে জেলা গণ অধিকার পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

এ সময় গণ অধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version