বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক ও শক্তিশালী নির্বাচন। দীর্ঘ ১৬–১৭ বছর পর আমরা স্বাধীনভাবে এই সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করতে যাচ্ছি। তিনি বলেন, এই ভোটাধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, এবং দেশের মানুষও ত্যাগ স্বীকার করেছে। ফ্যাসিবাদের পতনের ফলে আওয়ামী গোষ্ঠী ও শেখ হাসিনাকে পালাতে হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি কক্সবাজারের পেকুয়ার মগনামা মৌলভী পাড়ায় মাওলানা জাফর আহমদ মজিদির কবর জিয়ারত করেন। পরে মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছেন, তাঁর মধ্যে একটি হচ্ছে আমরা সকল কৃষকের জন্য কৃষিকার্ড প্রদান করব। কৃষিকার্ড যার হাতে থাকবে সে কার্ডের মধ্য দিয়ে তারা কৃষিঋণ পাবে। কৃষির সমস্ত উপকরণ ন্যায্যমূল্যে তারা পাবে।
তিনি বলেন, বাংলাদেশের সকল নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়া অধিকার আছে। সকল নাগরিকের চিকিৎসা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্যকার্ড প্রদানের ব্যবস্থা করব। যে স্বাস্থ্যকার্ড যার হাতে থাকবে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল চিকিৎসা সে পাবে। সবার জন্য স্বাস্থ্য এটি হচ্ছে আমাদের নীতি। কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।
বিএনপির এ নেতা বলেন, আমরা বলছি ফ্যামিলি কার্ড দেব। ফ্যামিলি পরিবার যিনি মুরুব্বি তার হাতে ফ্যামিলি কার্ড থাকবে। সেটা যার হাতে থাকবে সে পরিবার প্রতিমাসে ভরণপোষণের জন্য ন্যায্যমূল্যে এবং বিনামূল্যে সেই পরিবারের সকল চাহিদা আমরা চাল, ডাল, সয়াবিনসহ সকল প্রয়োজনীয় পণ্য সরবরাহ করব। আমরা হয়তো প্রাথমিক পর্যায়ে সকল নাগরিকের ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারব না কিন্তু প্রথম বারেই ৫০ লাখ থেকে এক কোটি ফ্যামিলি কার্ড প্রদান করব।
এ সময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি ও চেয়ারম্যান এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, জেলা ওলামাদলের সভাপতি মাওলানা আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাফায়াত আজিজ রাজু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফায়সাল চৌধুরী, সাধারণ সম্পাদক জাকের হোসাইন, উজানটিয়া বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু, সাধারণ সম্পাদক জাফর আলম, পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ, সাধারণ সম্পাদক আবদুল মোনাফ প্রমুখ।
