এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আগামী ভোর ৪টা থেকে ৬টার মধ্যে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে ভোরে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন।

এর আগে, দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফ করার সময় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইনসের মাধ্যমে আজকে মধ্যরাতে বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকসহ মোট ১৫ জন লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে আছেন যুক্তরাজ্য থেকে চিকিৎসায় সহায়তা করতে আসা বিশেষজ্ঞ দলের প্রধান ডা. রিচার্ড বিলিও।

এদিকে ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতারের আমিরের বিমান—কাতার এয়ার অ্যাম্বুলেন্স—প্রস্তুত রাখা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version