রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির দলীয় একটি সূত্রে বিষয়টি জানা গেছে।
জানা গেছে, সব ঠিকঠাক থাকলে কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই আগামীকাল (৫ ডিসেম্বর) বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারে বিশেষজ্ঞ চিকিৎসক দল। সেই দলে সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সদস্য থাকবেন বলে জানা গেছে।
