সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো একটি অডিও ক্লিপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় ও দেশের ভূমিকম্প পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে। ওই অডিওতে তিনি প্রশ্ন তুলেছেন— তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের দিনই কেন বড় ভূমিকম্প হলো, এবং এটিকে তিনি “আল্লার খেলা” বলে ব্যাখ্যা করেছেন।

অডিওটিতে বলা হয়, “আমি জানি না এটা আল্লার খেলা কিনা— আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার দিনই দেশের বড় বিক্রির চুক্তিটা হয়ে গেল। আর তার পরপরই ভূমিকম্প। দু’দিন ধরে যে ভূমিকম্পে মানুষ মারা গেছে, তাদের আত্মার মাগফেরাত কামনা করি। ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানাই, আর আহতদের যেন দ্রুত চিকিৎসা দেওয়া হয়— সেই কামনা করি।”

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক দুর্যোগে সরকারি ব্যবস্থাপনা ছিল অদক্ষ ও অব্যবস্থাপূর্ণ। “চিকিৎসার ক্ষেত্রেও একেবারে যাচ্ছেতাই অবস্থা। সঠিক চিকিৎসা পর্যন্ত ছিল না— কেন পাবে না?”— প্রশ্ন করেন তিনি।

অতীতের স্মৃতি টেনে তিনি দাবি করেন, “আমরা ক্ষমতায় থাকলে কখনোই এমন হতো না। আমরা বললেই চিকিৎসা ও উদ্ধারকাজ পৌঁছে যেত। সব কিছু আমরা করেছি। কিন্তু এখন সব দিক থেকেই ব্যর্থতা।”

অডিওটি কে প্রকাশ করেছে বা এর সত্যতা কতটুকু— তা যাচাই করা সম্ভব হয়নি। তবে এটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা, সমালোচনা ও প্রশ্ন উঠেছে।

Share.
Leave A Reply

Exit mobile version