বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে চার সদস্যবিশিষ্ট এই বিশেষজ্ঞ চিকিৎসক দলটি হাসপাতালে পৌঁছান, এ কথা বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন নিশ্চিত করেছেন।

তার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ড আগে থেকেই তার বিভিন্ন জটিল রোগের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর আগে দুপুরে  যুক্তরাজ্যের চার সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেন।

Share.
Leave A Reply

Exit mobile version