ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেট শনিবার (২২ নভেম্বর) রাতে জরুরি সভা আহ্বান করে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয়।
সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ভূমিকম্প ও পরবর্তী ঝাঁকুনির কারণে আবাসিক হলসমূহে ঝুঁকি রয়েছে এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের জন্য হলগুলো খালি করা আবশ্যক।
সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় যে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
এ ছাড়া আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার জন্য সংশ্লিষ্ট প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পূর্বের মতোই চালু থাকবে।
