বাংলাদেশে আজ শুক্রবার সকালে অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার মাধবদী এলাকায়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্প দেশের অভ্যন্তরে গত কয়েক দশকে সবচেয়ে শক্তিশালী ছিল।
এর আগে সিলেট ও নোয়াখালী অঞ্চলে ভূমিকম্প ঘটেছিল, তবে এবার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার কাছাকাছি নরসিংদীতে অবস্থান করেছিল।
ভূমিকম্প নিয়ে গবেষণা করেন এমন অনেকে বলছেন, এর আগে ঢাকার এত কাছে এই মাত্রার ভূমিকম্প উৎপত্তি হওয়ার ঘটনা ঘটেনি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী বলছেন, ‘বাংলাদেশের মধ্যে টেকটোনিক প্লেটের যে পাঁচটি সোর্স আছে তার মধ্যে নোয়াখালী থেকে শুরু করে কক্সবাজার, নোয়াখালী থেকে সিলেট এবং আরেকটি সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে।’
তিনি জানান, নোয়াখালী থেকে সিলেট, এই অংশে যে বড় ফাটল রয়েছে তারই একটি ছোট অংশ নরসিংদী, এর ফলে নরসিংদী এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়া অস্বাভাবিক নয়।
