আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটার এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের সুবিধা দিতে চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠান গণতন্ত্রের ইতিহাসে অনন্য উদাহরণ। প্রবাসী ভোটার গণতন্ত্র এবং সুশাসনের জন্য সেতু বন্ধন তৈরি করবে।’

অ্যাপটি নিয়ে বহু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘সাইবার অ্যাট্যাক বড় চ্যালেঞ্জ। ভোটারদের অ্যাওয়ারনেস তৈরি করাও বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ইসি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পোস্টাল ভোট বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে।’

নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ব্যালটে ভোট দিতে ভোটারদের নিবন্ধন করতে হবে। এর জন্য তারা সময় পাবেন পাঁচদিন। ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু করে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

প্রবাসীরা ছাড়াও আগামী নির্বাচনে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোট দিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version