ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “আগামীকাল খুনি হাসিনার রায় ঘোষণা হবে। সারা দেশের মানুষ অত্যন্ত আনন্দিত, কারণ ফ্যাসিস্ট হাসিনা গত ১৬ বছরে গুম, খুন, আয়নাঘর, শিক্ষার্থীদের ওপর নিপীড়নসহ সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের ৪০ হাজার ভাইবোনকে গুম করেছে, আমাদের দুই হাজার ভাইবোনকে শহীদ করেছে। সেই খুনি হাসিনার রায় আগামীকাল হবে, এবং এটি দেশব্যাপী আমরা উদযাপন করব।”

আজ রবিবার (১৬ নভেম্বর) চারুকলায় আয়োজিত ‘আদি নববর্ষ’ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে সাংস্কৃতিক বিপ্লব করতে হবে।

এই ফ্যাসিস্টরাই বাংলাদেশের মতো সম্ভাবনাময় সুজলা-সুফলা, শস্য-শ্যামলা রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। গত ১৬ বছরে খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল কিছু কালচারাল ফ্যাসিস্টরা।’

তিনি বলেন, ‘আজকের এই আয়োজনের মাধ্যমে এই অঞ্চলের মাটি ও মানুষের সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছি। একই সঙ্গে এই আয়োজনে আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের গান, কবিতা আবৃত্তি, সংস্কৃতি চর্চা, কথা নিয়ে এসেছি।

খুনি হাসিনার রায় এবং ফাঁসি এই বাংলায় হবে। ভারত থেকে তাকে এই স্বাধীন বাংলায় আনা হবে এবং ফাঁসি হবে। সেই সঙ্গে তার দোসরদের বিচার ও এই বাংলাদেশে হবে।’

ডাকসুর ভিপি বলেন, ‘বাংলাদেশে খুনি হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়তে হবে‌ এবং সমূলে উৎপাটন করতে হবে। যেই জায়গায় সারা দেশের মানুষ এক হয়ে গেছে। সব রাজনৈতিক দল এক আছে, সব ছাত্রসংগঠন এক আছে সুতরাং আমাদের পরবর্তী প্রজন্মকে দেখাতে হবে খুনি হাসিনা কত বড় ফ্যাসিস্ট ছিল, কিভাবে সে গণহত্যা ও শিশু হত্যা করেছে। এভাবে সব গল্প শিল্প ও সাহিত্যচর্চার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে আসা দরকার।’

Share.
Leave A Reply

Exit mobile version