সংযুক্ত আরব আমিরাত ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সম্ভবত ২০ মার্চ (শুক্রবার) হবে।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক পূর্বাভাসে জানান, হিজরি ১৪৪৭ সনে রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেদিন চাঁদ দেখার পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। চলতি হিসাব অনুযায়ী রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

যদি রমজান ৩০ দিনে সম্পন্ন হয়, তবে আমিরাতের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটিতে রমজানের ৩০তম দিনটিও যুক্ত হবে। এ কারণে দেশটির বাসিন্দারা ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চারদিনের ছুটি পেতে পারেন।

যদি জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস সঠিক থাকে, তবে ২০২৬ সালের ২০ মার্চ শাওয়ালের প্রথমদিন ও ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। তবে চূড়ান্ত ঘোষণা দেবে আমিরাতের চাঁদ দেখা কমিটি। 

Share.
Leave A Reply

Exit mobile version