রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে নির্বাচনী প্রচারণায় গিয়ে বিব্রতকর অভিজ্ঞতার মুখে পড়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সেখানে তার দিকে ছুড়ে মারা হয় ময়লা পানি।

শনিবার (১৫ নভেম্বর) ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে হাদিকে বলতে শোনা যায় যে, তার গায়ে তিন দফা ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে।

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন, আরও মারতে পারেন; সমস্যা নেই, মারেন। তিনবার মারছে ময়লা পানি।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

Share.
Leave A Reply

Exit mobile version