পুলিশ সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ব্যবহার করে ভিডিও তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিএমপি কমিশনার, পুলিশ সুপার, টাঙ্গাইল ও এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এর ছবির সঙ্গে কৃত্রিম স্বর সংযোজন করে অসত্য তথ্য দিয়ে ভিডিও তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। 

একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা এবং নাশকতা ঘটানোর জন্য এ ধরনের বানোয়াট ভিডিও তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

বাংলাদেশ পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে দৃঢ় অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশের সব নাগরিকের প্রতি অনুরোধ করা হল।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যে কোনো ধরনের তথ্য, ছবি, বক্তব্য, অডিও বা ভিডিও সম্পর্কে সত্যতা যাচাই না করে লাইক অথবা শেয়ার দেওয়া থেকে বিরত থাকার জন্যও সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

Share.
Leave A Reply

Exit mobile version