জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, কোনো আইনি কারণ ছাড়া আমাদেরকে শাপলা কলি প্রতীক দিয়ে গেজেট দেওয়া হয়েছে এবং তারা আমাদের ‘বাচ্চাদের দল’ হিসেবে উপস্থাপন করেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, বড় দলগুলোও এনসিপিকে তেমনভাবে মূল্যায়ন করে থাকে, এটি এক ধরনের বৈষম্য।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন শাপলা কলিকে তালিকাভুক্ত করলেও এখন পর্যন্ত এটিকে কোনো প্রতীক বরাদ্দ দিয়ে গেজেট প্রকাশ করেনি।

একই অনুষ্ঠানে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,এনসিপি দীর্ঘদিন ধরেই ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছে এবং এই বিষয়ে কোনো প্রকার সমঝোতা বা ছাড় দেয়ার প্রশ্নই নেই।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ঐকমত্য কমিশনে বিএনপির নোট অব ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অব চিটিং। আর জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও তারা নিন্মকক্ষে পিআরের কথা বলে আসন নিয়ে দরকষাকষি করছে। এটা এক ধরনের ভণ্ডামি।

এ সময় ইসির প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তালিকায় দ্রুত ‘শাপলা’ যুক্ত করে এনসিপির অধিকার বুঝিয়ে দিন। আমাদের দীর্ঘদিন বিলম্ব করানো হয়েছে বিএনপি-জামায়াতকে সুবিধা দেয়া এবং জনগণের শক্তিকে দমিয়ে রাখার জন্য।

Share.
Leave A Reply

Exit mobile version