বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত করা হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দেওয়া ৩১ দফায় ক্রীড়া, সাংস্কৃতি এবং যুবসমাজের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত করা হবে।

আগামী ফেব্রুয়ারি অবশ্যই নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মানুষ অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছে, যা জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং প্রতিনিধি নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই।

Share.
Leave A Reply

Exit mobile version