গঠনের মাত্র আট মাসের মাথায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর নাম পাল্টে ফেলা হলো। ছাত্র সংগঠনটি এখন থেকে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। তবে নতুন নামে আত্মপ্রকাশ করলেও তাৎক্ষণিকভাবে সংগঠনটির কোনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগে অবস্থিত আবু সাঈদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলন চলাকালে এই নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ।

নতুন নাম ‘জাতীয় ছাত্রশক্তি’ ঘোষণা করেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তি।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ।

সেই সময় সংগঠনটি বলেছিল, ‘স্টুডেন্ট ফাস্ট, বাংলাদেশ ফাস্ট’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করবে। দলীয় লেজুড়বৃত্তি না করা, অভ্যন্তরীণ গণতন্ত্রের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করার কথাও বলেছিল সংগঠনটি।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংগঠনটির ভরাডুবির পর থেকেই এটিকে পুনর্গঠনের মাধ্যমে নতুনভাবে গড়ে তোলার আলোচনা শুরু হয়। কার্যক্রম পুরোপুরি স্থগিত করার গুঞ্জন ওঠে। এরই মধ্যে আট মাসের মাথায় এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো।

বৃহস্পতিবারের সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, যেকোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এটি বাস্তবায়নের পরিপূর্ণ নিশ্চয়তা পেলে তবেই সই করবে এনসিপি।

তিনি বলেন, সনদ ‎সইয়ের পর দুইটা পক্ষ হয়ে গেছে। এক পক্ষ সই প্রত্যাহার করতে চায়। আরেক পক্ষ কালি দিয়ে গেড়ে দিতে চায়।

Share.
Leave A Reply

Exit mobile version