গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে অভিযানে বাড়ি থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত) ৩৬ (১) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

সাঘাটা থানার ওসি মো. বাদশা আলম বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার সাইফুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version