বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খান বাগদান সম্পন্ন করেছেন। গত শুক্রবার (১০ অক্টোবর) পারিবারিক পরিবেশে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ব্যারিস্টার নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের জ্যেষ্ঠ কন্যা। তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১১ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি এ শুভকামনা জানান।

নুরুল হক নুর লিখেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে রাজপথের সাহসী সারথি ইশরাক হোসেনের জুটিবদ্ধ হয়ে চলার নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা।

তিনি লেখেন, ঢাকার অবিভক্ত মেয়র সাদেক হোসেন খোকা ভাইয়ের বড় ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন গতকাল রাতে পারিবারিক ভাবে বাগদান সম্পন্ন করেছেন। 

তিনি আরও লেখেন, বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইল জেলার সাবেক সাংসদ জনাব নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সাথে ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন। 

Share.
Leave A Reply

Exit mobile version