ফিলিস্তিনগামী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (FFC) নৌবহর থেকে আটক বাংলাদেশি বিশিষ্ট আলোকচিত্রী ড. শহিদুল আলমকে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে আটক হয়েছেন আরও বহু মানবাধিকারকর্মী, সাংবাদিক ও চিকিৎসাকর্মী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ–দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরায়েল-এর বরাতে শহিদুল আলমের প্রতিষ্ঠান দৃক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দৃকের বিবৃতিতে বলা হয়,

“নৌবহর দখলের পর ড. শহিদুল আলমসহ সকলে ইসরায়েলের আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।”

এতে আরও জানানো হয়, ফ্লোটিলা সদস্যরা আদালাহর আইনজীবীদের জানিয়েছেন যে, জাহাজ দখলের সময় তারা ইসরায়েলি বাহিনীর সহিংস আচরণের শিকার হয়েছেন।
তাঁদের ভাষায়—

“আমরা যা সহ্য করেছি, ফিলিস্তিনিরা প্রতিদিন তার থেকেও ভয়াবহ নির্যাতনের মুখোমুখি হন।”

দৃক জানায়, নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে প্রায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি আছেন, যাদের অনেককেই কোনো বিচার ছাড়াই আটক রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিবৃতির শেষে দৃক জানায়,

“আমরা সকল ফিলিস্তিনি বন্দির মুক্তি চাই, সকল ফ্লোটিলা অ্যাক্টিভিস্টের মুক্তি চাই। ফিলিস্তিন মুক্ত হবেই।

Share.
Leave A Reply

Exit mobile version