কয়েকদিন আগে যশ রাজ ফিল্মস তিনটি নতুন সিনেমার ঘোষণা দেয়, যেগুলোর শুটিং ২০২৬ সালের শুরুতে ব্রিটেনে শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পগুলোর মাধ্যমে ব্রিটেনে তিন হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। সেই সফরে বুধবার (৮ অক্টোবর) মুম্বাইয়ের যশ রাজ স্টুডিও পরিদর্শন করে এমন কথা জানান স্টারমার।

এদিন তিনি যশ রাজ পরিবারের পুত্রবধূ রানি মুখার্জিসহ বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গেও দেখা করেন।

এ সময় কিয়ের স্টারমার বলেন, ‘বলিউড ব্রিটেনে ফিরছে। এটি কর্মসংস্থান, বিনিয়োগ এবং নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। এই অংশীদারি ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করবে।দুই দেশের জনগণেরও সুবিধা হবে এর ফলে।’

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘ব্রিটেন সবসময়ই আমাদের কাছে খুব স্পেশাল। আমাদের আইকনিক ছবি, যেমন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র (ডিডিএলজে) শুটিং ওখানে হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আমাদের স্টুডিওতে এসে এই চুক্তিতে সই করায় আমরা সম্মানিত।

ভারত ও ব্রিটেনের মধ্যে এই সম্পর্ক ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে।’ ডিডিএলজে-এর ৩০ বছর উদযাপন ব্রিটেনে হবে জানিয়ে সিইও আরো বলেন, ‘আমরা বর্তমানে ব্রিটেনে ‘কাম ফল ইন লাভ’ ছবির ইংরেজি নাটকের সংগীত প্রযোজনা করছি। আমরা এই সৃজনশীল সম্পর্ককে আরো জোরদার করতে আগ্রহী।’

এই ঘোষণার ফলে ভারত-ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিক খুলবে বলে মনে করছেন তারা। এটি দুই দেশের মধ্যে কেবল নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে না, বরং সৃজনশীল বিনিময়ের ক্ষেত্রেও নতুন প্রেরণা জোগাবে।

সূত্র: রিপাব্লিক ওয়ার্ল্ড

Share.
Leave A Reply

Exit mobile version