গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা কলম্বিয়ার দুই নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধিদলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বুধবার (২ অক্টোবর) রাতে প্রেসিডেন্ট পেত্রো এ ঘোষণা দেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে অবশিষ্ট কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হলো এবং কলম্বিয়ায় অবস্থানরত সমস্ত ইসরায়েলি কূটনীতিককে দেশের বাইরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।

গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার পথে ইসরায়েলি নৌবাহিনীর হামলার শিকার হয়েছে প্রায় ৪৫টি ছোট-বড় জাহাজের সমন্বয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সেই নৌবহরে ছিলেন কলম্বিয়ার দুই নাগরিক-মানুয়েলা বেদোয়া এবং লুনা বারেটো। 

গ্লোবাল মুভমেন্ট টু গাজার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলা যখন সমুদ্রের বিপজ্জনক এলাকায় পৌঁছায়, তখনই ইসরায়েলি সেনারা নারী অভিযাত্রীদের অবৈধভাবে আটক করে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ ও নৌযান আক্রমণ বা আটকের শিকার হয়েছে। এটি আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

প্রেসিডেন্ট পেত্রো সামাজিক মাধ্যম এক্স-এ সতর্ক করে বলেন, যদি এই প্রতিবেদনগুলো সত্য হয়, তাহলে এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে। 

তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল ঘোষণা করা হচ্ছে। এ সপ্তাহের শুরুতে পেত্রো দখলদার ইসরায়েলের সঙ্গে এই চুক্তি স্থগিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

ইসরায়েলের প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, আটককৃত ফ্লোটিলা একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে যাচ্ছিল এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বৈধ নৌ অবরোধ লঙ্ঘন করছিল।

ইসরায়েল দাবি করেছে, তারা জাহাজগুলোকে আশদোদ বন্দরে সরিয়ে নিতে বলেছিল এবং মানবিক সাহায্য যথাযথ চ্যানেলের মাধ্যমে পাঠানোর প্রস্তাব দিয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসেই পেত্রো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন, এই বিবৃতিতে তিনি আরও একধাপ এগিয়ে গিয়ে অবশিষ্ট কূটনৈতিক প্রতিনিধিদের কলম্বিয়ার ভূমি থেকে অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দেন।

Share.
Leave A Reply

Exit mobile version