আওয়ামী লীগ নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, “মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আওয়ামী লীগকে নিয়ে যেসব মন্তব্য করেছেন, তা অনভিপ্রেত। আমরা আহ্বান জানাই—আপনি এ বক্তব্য প্রত্যাহার করুন। যারা গণতন্ত্রবিরোধী, তাদের সঙ্গে আপস নয়।”

ওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার, এই ব্যানারে কোনো রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না। অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদি হাসানের সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে বৈধ।তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।’

Share.
Leave A Reply

Exit mobile version